বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় যারা বাধা দেবে, তারাই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু। ৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসন ছিল এক ফ্যাসিবাদী ও গণবিরোধী শাসন, যার ফলে দেশ চরম ক্ষতির মুখে পড়েছে। দুদুর দাবি, শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন—যে দেশটি বাংলাদেশের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন অবস্থান নিয়েছে। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই প্রকৃত গণতন্ত্রের প্রতীক। অনির্বাচিত সরকার বা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার জাতির জন্য বিপজ্জনক। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।