রাষ্ট্র সংস্কারের মৌলিক ১৯টি বিষয়ে রাজনৈতিক দলগুলো ১০টিতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, এমন পরিস্থিতিতে সংস্কার কীভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এক বছরে একটা সংস্কার বাস্তবায়ন হয়েছে? হয়নি।’ অন্তর্বর্তী সরকারের কাছে সুন্দর রাষ্ট্রের প্রত্যাশা থাকলেও তারা সেটা উপহার দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মান্না বলেন, ‘সরকার এক বছরে তেমন কিছু করতে পারেনি, আগামী ৬ মাসেও পারবে না।’ তাই সরকারকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নির্বাচন না দিলে সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না। নাগরিক ঐক্যের সভাপতি বলেছেন, ‘ডিসিরা মিছিল করে, সচিবালয় কি মধুর ক্যান্টিন নাকি!’