ছাত্রজনতার গণআন্দোলনের মুখে কর্তৃত্ববাদী শেখ হাসিনার পতনের পর বিশেষ পরিস্থিতিতে হাল ধরতে সরকার গঠন করে ড. মোহাম্মদ ইউনুস। বিগত সরকারের লুটেরা বিপর্যস্ত অর্থনীতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং আরো যুক্ত হয় রাষ্ট্র মেরামতের ইস্যু। ছয় মাস পার হওয়ার পর মানুষ কী পেল এই প্রশ্ন করা হয় টিআইবি নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামানের কাছে। তিনি বলেন বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার, অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনে স্থিতিশীলতা, সংস্কার কমিশনের প্রতিবেদন; এগুলোকে ইতিবাচক বলতে হবে। তবে তিনি বলেন দায়িত্ব নেওয়ার পর সংস্কারের একটা রূপরেখা থাকলে ভালো হতো। এড়ানো যেতো নির্বাচনের সাথে সাংঘর্ষিক অবস্থা। রাজনৈতিক দলগুল, আমলা এবং বড় ব্যবসায়ী গোষ্ঠী, এদের সংস্কারে গুরুত্বারোপ করেন তিনি। বহাল তবিয়তে রয়েছে বলে উদ্বেগ জানান!