ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করিম বলেন, অন্তর্বর্তী সরকার যদি কারও ইঙ্গিতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে গড়িমসি করে, তবে ঐক্যবদ্ধ আন্দোলন হবে। জাতীয় মসজিদের উত্তর ফটকে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে তিনি বলেন, যদি ঐকমত্য কমিশনে আপনারা সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে সহজ কথা, আপনারা গণভোট দেন। জনগণের দাবি মেনে নেব। আরো বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এটা সবার দাবি, শুধু আমাদের দাবি নয়, জনগণেরও দাবি। কাজেই এটা দিতে অসুবিধা কোথায়? আপনারা কি ভারতের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছেন? শায়েখে চরমোনাই বলেন, অন্তর্বর্তী সরকার কেন বসেছে আমরা সবাই জানি- সংস্কার, বিচার, নির্বাচন। আপনি সংস্কার ও দৃশ্যমান বিচার না করে কীভাবে নির্বাচন দেন? অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, দৃশ্যমান বিচার দেখাতে হবে, এরপর নির্বাচনে যেতে হবে। এই সময় তিনি পিআর নির্বাচনের সুবিধা তুলে ধরে বলেন, পিআর সিস্টেম নির্বাচনে বিএনপির আপত্তি থাকারই কথা না। কারণ তাদের একজন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে ৯০ শতাংশ ভোট তাদের। যদি ৯০ শতাংশ ভোট তাদের হয়, তাহলে তারা আসন পাবে ২৭০-এর ওপরে।