চীন ঘোষণা করেছে যে তারা তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া পরিচালনা করবে, যার মধ্যে মঙ্গলবার দ্বীপটির কাছাকাছি জলসীমা ও আকাশসীমার পাঁচটি অঞ্চলে সরাসরি গুলি চালানোর মহড়া অন্তর্ভুক্ত থাকবে। চীনের সামরিক মুখপাত্র সিনিয়র কর্নেল শি ই এক বিবৃতিতে জানান, ‘জাস্টিস মিশন ২০২৫’ কোডনামে এই যৌথ মহড়ায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও রকেট ফোর্স অংশ নেবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মহড়াটি ২৯ ডিসেম্বর শুরু হবে।
চীনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় তাইওয়ান দ্বীপের চারপাশে ‘উপযুক্ত বাহিনী’ মোতায়েন করেছে। তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র কারেন কুও চীনের এই পদক্ষেপকে ‘সামরিক ভীতি প্রদর্শন’ হিসেবে নিন্দা জানিয়েছেন। গত মাসে জাপান তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করার পর চীন সতর্ক করেছিল যে, তাইওয়ানের বিষয়ে যেকোনো বিদেশী হস্তক্ষেপ ব্যর্থ করে দেওয়া হবে। চীন পুনরায় জানিয়েছে, তারা জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
এই মহড়া আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে, যা তাইওয়ান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে চলমান নিরাপত্তা উদ্বেগকে প্রতিফলিত করছে।