দেশের চাহিদা মিটিয়ে পাবনা জেলার শুঁটকি এখন অন্তত ২০ দেশে রপ্তানি হচ্ছে, যা বৈদেশিক মুদ্রা অর্জন ও গ্রামীণ কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করেছে। সাঁথিয়া, বেড়া, সুজানগর, ফরিদপুর ও চাটমোহর উপজেলা শুঁটকি উৎপাদনে বিশেষভাবে পরিচিত, বিশেষ করে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত মৌসুমে। উত্তরবঙ্গের মৌসুমি ব্যবসায়ীরাও যুক্ত হয়ে শত শত মণ শুঁটকি উৎপাদন করে দেশজুড়ে ও বিদেশে বিক্রি করেন। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ইংল্যান্ড ও আমেরিকায় প্রবাসীদের মধ্যে পাবনার শোল, টাকি, বোয়াল, ট্যাংরা ও পুঁটি শুঁটকির চাহিদা বেশি। তবে দেশি মাছের পরিমাণ কমে যাওয়া ও সরকারি সহায়তার অভাবে খামারিরা চ্যালেঞ্জের মুখে পড়ছেন। তাদের মতে, স্বল্প সুদে ঋণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রপ্তানি আরও বাড়ানো সম্ভব এবং এই খাতটি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে।