নতুন যুদ্ধবিরতি চুক্তির আওতায় সোমবার সকালে গাজায় আটক ইসরাইলি বন্দিদের মুক্তি প্রক্রিয়া শুরু হবে বলে ঘোষণা দিয়েছে হামাস। এই চুক্তির অংশ হিসেবে দখলদার ইসরাইল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ২০ জন জীবিত ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে। প্রায় দুই বছরের সংঘাতের পর এটি যুদ্ধবিরতির প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। হামাস নেতা ওসামা হামদান এএফপি-কে জানিয়েছেন, বন্দি বিনিময় সোমবার সকালেই শুরু হবে। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সহ বিভিন্ন বিশ্বনেতা গাজার যুদ্ধের অবসান ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শারম আল-শেখে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। হামাস জানিয়েছে, তারা আলোচনায় সরাসরি অংশ নেবে না বরং কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্ত থাকবে।