ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর শুল্ক হার ১৪৫ শতাংশে উন্নীত করার প্রতিক্রিয়ায় বেইজিং শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। জানিয়েছে, ট্রাম্প শুল্ক বাড়ালেও আর প্রতিক্রিয়া নয়। এই খেলায় বৈশ্বিক শেয়ারবাজারে পতন তীব্র হয়, ডলারের মান কমে যায় এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ড বিক্রিতে তীব্রতা সৃষ্টি হয়। সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার মধ্য দিয়ে বাজারে স্থিতিশীলতা ফিরবে। চীনা প্রেসিডেন্ট স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বলেন, চীন ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে যুক্তরাষ্ট্রের একতরফা ‘বুলি’ নীতির বিরোধিতা করা উচিত। একসাথে নিয়মভিত্তিক বাণিজ্য করার প্রতিও আগ্রহ প্রকাশ করেছেন।