গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঘোষণা দিয়েছেন যে তার দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব ৩০০ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক গণসমাবেশে তিনি বলেন, আগামীর বাংলাদেশে দুর্নীতি ও দুঃশাসনের কোনো স্থান থাকবে না। সমাবেশে তিনি স্থানীয় নেতা নজরুল ইসলাম (নজু)-কে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ‘ট্রাক’ প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
নুর বলেন, দলটি সারা দেশে যোগ্য ও গ্রহণযোগ্য নেতাদের মনোনয়ন দিচ্ছে, যারা জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারবেন। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার কারণে নির্বাচনের তফসিল পরিবর্তনের প্রয়োজন হলে তা নির্বাচন কমিশন বিবেচনা করবে। তবে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে, আর প্রয়োজনে এপ্রিলেও তারা প্রস্তুত থাকবে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে প্রধান বক্তা হিসেবে দলের নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক সংস্কারের অঙ্গীকার তুলে ধরেন।