বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স বলেছেন, গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনের মাধ্যমে। মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তা বিরোধীরা আজকে বিজয়ী হয়েছে। এটা বিজয় নয়, ছাত্র-জনতার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে। সেই ষড়যন্ত্র আমরা আগেই অনুমান করেছিলাম কিন্তু ধরতে পারিনি। নিয়ন্ত্রণ করতে পারিনি, এটা আমাদের সীমাবদ্ধতা, এটা বাস্তবতা। গতকাল ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে। প্রিন্স বলেন, গণহত্যাকারী, গণশত্রু আওয়ামী লীগ বিগত ১৬ বছরে জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং তারা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। লুটপাট-দুর্নীতি করে দেশে-বিদেশে অবৈধ সম্পদের মালিক হয়েছে। গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। তাদের হাত রক্তে রঞ্জিত। আর এই হাতে হাত মিলিয়েছে জামায়াত। এই সখ্যতা তাদের নতুন নয়। ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে হাতে হাত মিলিয়ে জামায়াত আরেক স্বৈরাচার এরশাদকে বৈধতা দিয়েছিল। আজ সেই জামায়াত যাদের নেতাদের ফাঁসি দিতে দ্বিধা করে নাই, তাদের সঙ্গে আজকে হাত মিলিয়েছে ক্ষমতার লোভে।