জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ২৫টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী হালিমা খাতুন। জানা যায়, বিকাল ৫টা ৪০ মিনিটে রাজধানী পরিবহণের একটি বাস থেকে হালিমাকে চলন্ত অবস্থায় ফেলে দেয়। এতে তিনি প্রচন্ড ব্যথা পান এবং পা মচকে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম অধ্যাপক রাশিদুল আলম বলেন, আজকের যে ঘটনা আমাদের শিক্ষার্থীদের সঙ্গে হয়েছে সেটি অত্যন্ত অমানবিক। আমার সঙ্গে ইতোমধ্যে বাস মালিকের কথা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে মিটিং হবে। আলোচনা শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।