Web Analytics
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গত ১৬–১৭ বছরে বাংলাদেশের গণমাধ্যমের একটি বড় অংশ ভয়, চাপ ও সুবিধাবাদের কারণে নিপীড়নের শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ায়নি। শনিবার রাজধানীর বনানীতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সম্পাদক ও সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, দীর্ঘ বক্তব্য না দিয়ে তিনি কেবল কয়েকজন নির্যাতিত সাংবাদিকের নাম উল্লেখ করবেন।

তিনি প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর কথা উল্লেখ করে বলেন, ক্যান্সারে আক্রান্ত অবস্থায় ভুয়া মামলায় তাকে কারাগারে রেখে চিকিৎসা ছাড়া মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। প্রবীণ সম্পাদক আবুল আসাদ বছরের পর বছর কারাগারে ছিলেন এবং স্ত্রীর মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি। ৮০ বছর বয়সী শফিক রেহমান মানবেতর অবস্থায় জেলে ছিলেন, আর সাংবাদিক কনক সরোয়ার তারেক রহমানের বক্তব্য লাইভ সম্প্রচারের কারণে প্রায় এক বছর কারাবরণ করেন। এসব ঘটনায় মূলধারার গণমাধ্যম নীরব ছিল বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্যের শেষাংশে মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণমাধ্যমের ইতিহাস বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে এবং ভবিষ্যতে তিনি এর বাস্তব চিত্র তুলে ধরবেন।

Card image

Related Videos

logo
No data found yet!