ইরানের বিজয় ঘোষণা করে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বলেন, ‘আমরা নিশ্চিত করছি এবং গর্বিত যে আমরা ইরানের সঙ্গে আছি। আমরা ইমাম খামেনির তত্ত্বাবধানে আছি।’ আরও বলেন, ‘ইরানের নেতৃত্ব ও শাসনব্যবস্থার চারপাশে অভূতপূর্ব জনমত এবং আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষা করার জন্য ইমাম খামেনির চারপাশে সমাবেশ করা হচ্ছে।’ আরও বলেন, খামেনি একজন সাহসী, জ্ঞানী এবং অনুপ্রেরণাদায়ক নেতা। যিনি সব প্রতিবন্ধকতা কাটিয়ে মাঠে দাঁড়িয়ে থেকে লড়াই করেন। তিনি কেবল স্রষ্টার ভয়ে ভীত এবং বিজয়ের প্রতি আত্মবিশ্বাসী।’