মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শতাধিক নির্বাহী আদেশে সই করে ঝড় তোলার পর পদক্ষেপ নিলেন ইরানের বিরুদ্ধে। মার্কিন প্রেসিডেন্ট টার্গেট করেছে ইরানের তেল নেটওয়ার্ক। ইরানি ফার্ম, জাহাজ, কোম্পানি ও এসবের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও বাইডেন প্রশাসনের আমলেও এইসব জারি ছিল। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন ইরান সরকার এখনো তেল রাজস্বকে তার পারমাণবিক কর্মসূচির উন্নয়ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন আকাশযান তৈরি এবং আঞ্চলিক প্রক্সি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করার কাজে ব্যবহার করছে। এই ক্ষতিকারক কার্যকলাপকে যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক লক্ষবস্তুতে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্প তার প্রথম মেয়াদেও বহু নিষেধাজ্ঞা জারি করেছিল। আর দ্বিতীয় মেয়াদে শুরু করেছেন ক্ষমতায় বসার এক সপ্তাহের মধ্যেই!