অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযানের সময় আত্মসমর্পণের পর দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। ভিডিও ফুটেজে দেখা যায়, তারা হাত উঁচু করে ও শার্ট তুলে নিরস্ত্র থাকার ইঙ্গিত দেন, এরপরই গুলি করা হয়। নিহতরা হলেন আল-মুনতাসির বিল্লাহ মাহমুদ কাসেম আবদুল্লাহ (২৬) ও ইউসুফ আলী ইউসুফ আসা’সা (৩৭)। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ ঘটনাকে যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়েছে, তবে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সেনাদের পদক্ষেপকে সমর্থন করেছেন। ইসরাইলি সেনাবাহিনী গুলি চালানোর কথা স্বীকার করে দাবি করেছে, নিহতরা নির্দেশ অমান্য করেছিলেন। হামাস বলেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাযজ্ঞের অংশ। গত দুই বছরে ইসরাইলি অভিযানে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও হাজারো মানুষ গ্রেপ্তার হয়েছে।