Web Analytics
লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের রিফুজি মার্কেট এলাকায় বৃহস্পতিবার সকালে ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের চারজন আহত হন। আহতরা হলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান, জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরের ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত তাহসিন এবং অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন।

জামায়াতের কর্মী ফিরোজ আলম জানান, তারা ড. রেজাউল করিমের ফেস্টুন লাগানোর সময় বিএনপি কর্মী কাশেম মাঝি বাধা দেন। পরে বিএনপি কর্মী শাহাজাহান লাঠিসোঁটা নিয়ে হামলা চালান বলে তার অভিযোগ। অন্যদিকে বিএনপির আহত কর্মী শাহাজান বলেন, জামায়াতের কর্মীরা বিএনপি অফিসের সামনে ফেস্টুন লাগাতে এলে তিনি নিষেধ করেন, তখন তারা তার ওপর হামলা চালায়। বিএনপি নেতারা দাবি করেন, মানসিকভাবে অসুস্থ শাহাজাহানকে জামায়াতের লোকজন মারধর করে রক্তাক্ত করে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!