শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) নেতারা তিয়ানজিন শীর্ষ সম্মেলনে যৌথ ঘোষণা গ্রহণ করেছেন, যেখানে একটি উন্নয়ন ব্যাংক স্থাপনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ঘোষণায় টেকসই উন্নয়ন, শিল্প বৃদ্ধি, পরিচ্ছন্ন শক্তি, কৃষি, ই–কমার্স, পর্যটন ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এসসিও দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ঝুঁকি মোকাবিলা, পরিবহন করিডর আধুনিকীকরণ, পারমাণবিক ও রাসায়নিক অস্ত্র চুক্তি পালন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী মানদণ্ড ছাড়া লড়াই, জাতিসংঘ সংস্কার, মাদক পাচার প্রতিরোধ এবং ক্রীড়াক্ষেত্রে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।