ফ্যাসিস্ট পতনের পর ফ্যাসিস্টরা দেশবিরোধী নানা ষড়যন্ত্র হিসেবে অপকর্ম করে যাচ্ছে। আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলমকে ১১ মিনিট ৯ সেকেন্ডের অডিও রেকর্ডে বলতে শোনা যায়, পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দিবে না। আমাদের নেতা তার কাজ তিনি করছেন। আপনাদের কী করতে হবে, ২৪ ঘণ্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রনেতারা বলছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। বিদেশে থেকে তারা দেশকে সংকটের দিকে ঠেলে দিতে চাচ্ছে। এজন্যই দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা নেতাদের এসব নির্দেশনা দিচ্ছে। এদের প্রতিহত করতে হবে।