পার্থে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া মাত্র দেড় দিনের খেলার মধ্যেই ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে। ম্যাচটি ১৪১.১ ওভারেই শেষ হয়, যা শত বছরেরও বেশি সময় পর দুই দিনের মধ্যে শেষ হওয়া প্রথম অ্যাশেজ টেস্ট। ইংল্যান্ড দুই ইনিংসে মোট ৪০৫ বল মোকাবিলা করে, যা তাদের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন। পুরো ম্যাচে মোট বল হয় ৮৪৭টি—অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে সবচেয়ে কম। ট্র্যাভিস হেড ৬৯ বলে সেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ওপেনার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে যৌথভাবে নাম লেখান। মিচেল স্টার্ক ১১৩ রানে ১০ উইকেট নিয়ে ২০০৫ সালের পর প্রথম অজি বোলার হিসেবে অ্যাশেজে এমন কৃতিত্ব অর্জন করেন। পার্থে এটি ইংল্যান্ডের টানা নবম পরাজয়, যা ওয়াকা ও পার্থ স্টেডিয়াম মিলিয়ে তাদের জন্য নতুন হতাশার রেকর্ড।