ইউক্রেনে গতকাল রাতে ১৫৪টি ড্রোন হামলা করেছে রাশিয়া। বেশি আঘাত হানা হয়েছে খারকিভে। এতে দুজন নাগরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহতও হয়েছেন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় খারকিভের অন্তত চার স্থানে আগুন ধরে গেছে। আবাসিক এলাকা, দোকান, শপিং সেন্টার ও গ্যাস স্টেশন ধ্বংস হয়েছে। তিনতলা একটি হাসপাতালে হামলার ফলে ভবনটি ধসে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৬ নারী ও শিশুসহ মোট ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। কিয়েভ জানিয়েছে, রাশিয়ার হামলাকৃত ১৫৪ ড্রোনের মধ্যে ১০৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর ৫১ টি নির্দিষ্ট লক্ষ্যস্থানে পৌঁছায়নি।