রোববার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি গাড়ি পুড়ে গেছে। এর মধ্যে পুলিশের একটি পিকআপ, এক্স নোহা, মাইক্রোবাস ও মোটরসাইকেল রয়েছে। আগুনটি ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিংয়ের দোকান থেকে শুরু হয়ে আশপাশের দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় এক ঘণ্টা বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ এখনো নিশ্চিত নয়; পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাটি পরিকল্পিত নাকি দুর্ঘটনাজনিত তা তদন্ত করছে।