জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে জামায়াতে ইসলামী। বগুড়ার সাতটি আসনে প্রার্থী চূড়ান্ত ও তাদের নাম ঘোষণা দিয়েছে দলটি। প্রার্থীরা হলেন: বগুড়া-১ আসনে অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, বগুড়া-২ আসনে মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া-৩ আসনে নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনে অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, বগুড়া-৫ আসনে দবিবুর রহমান, বগুড়া-৬ আসনে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া-৭ আসনে গোলাম রব্বানী। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, যারা সংস্কার না করেই নির্বাচন দাবি করছেন, তারা মূলত শেখ হাসিনার দুঃশাসনকেই ফিরিয়ে আনতে চান। যারা তাদের নেত্রীর বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাতে রাস্তায় নামার সাহস পায়নি, তারা আজ শহিদদের রক্তের সঙ্গে বেঈমানী করছেন। এছাড়া বক্তারা তাদের নেতাদের ফাঁসির বিচার চেয়েছেন।