শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা অন্তবর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনে শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দায়ী করা হয়েছে। এর একটা চাপ তৈরি হয়েছে। যাতে ইন্ডিয়া টুডে'র জরিপে দেখা গেছে ৫৫% ভারতীয় চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। মাত্র ১৬-১৭% মানুষ ভারতে রাখতে চায়। আওয়ামী লীগের নির্বাচন প্রশ্নে প্রেস সচিব বলেছেন, বিচার হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিবে জনগণ ও রাজনৈতিক দলগুলো। দুবাইয়ে পাঁচ ছয়জন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে প্রধান উপদেষ্টার, শফিকুল আলম আশা করছেন শীঘ্রই ভিসা নিষেধাজ্ঞা উঠে যাবে।