মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার কিউবাকে সতর্ক করে বলেছেন, তারা যেন অবিলম্বে চুক্তির আওতায় আসে, নইলে অনির্দিষ্ট পরিণতির মুখোমুখি হতে হবে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি ঘোষণা দেন, ভেনেজুয়েলা থেকে হাভানার উদ্দেশে তেল ও অর্থের সব প্রবাহ বন্ধ থাকবে এবং কিউবা আর কোনো তেল বা অর্থ পাবে না। ট্রাম্প কিউবা কর্তৃপক্ষকে দ্রুত চুক্তিতে আসার জন্য “জোরালো পরামর্শ” দেন।
এই সতর্কবার্তা আসে এক সপ্তাহ পর, যখন মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নেওয়ার লক্ষ্যে কারাকাসে অভিযান চালায়। ওই অভিযানে ভেনেজুয়েলা ও কিউবার নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হন বলে জানানো হয়। ট্রাম্প একই দিনে একটি পোস্ট পুনঃপ্রচার করেন, যেখানে বলা হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভবিষ্যতে কিউবার প্রেসিডেন্ট হতে পারেন, এবং তিনি মন্তব্য করেন যে বিষয়টি তাঁর কাছে “ভালোই শোনাচ্ছে।”
ট্রাম্প আরও দাবি করেন, বহু বছর ধরে কিউবা ভেনেজুয়েলা থেকে বিপুল তেল ও অর্থ পেয়েছে এবং এর বিনিময়ে নিরাপত্তা সহায়তা দিয়েছে, তবে এখন থেকে তা আর চলবে না। তাঁর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক অভিযানে মাদুরোর নিরাপত্তায় থাকা অধিকাংশ কিউবান সদস্য নিহত হয়েছেন এবং ভেনেজুয়েলার আর সেই সহায়তার প্রয়োজন নেই।