ভারতের অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সাতজন মাওবাদী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন, যাদের একজন হলেন সিপিআই (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য ও অন্ধ্র-ওড়িশা সীমান্ত অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা মেট্টুরি জোগা রাও ওরফে টেক শঙ্কর। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় এনকাউন্টার, এর আগে মারেদুমিলি এলাকায় সংঘর্ষে শীর্ষ মাওবাদী নেতা মাদভি হিদমা নিহত হন। পুলিশ জানিয়েছে, মাওবাদী প্রভাবিত এলাকায় অভিযান আরও জোরদার করা হয়েছে। এদিকে, ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মাওবাদীদের অস্ত্র ত্যাগ করে সরকারের পুনর্বাসন কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং মর্যাদাপূর্ণ পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।