আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার দুপুরে কমিশনে আপিল শুনানির পর টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে আপিল করেন। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না। এ সময় নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, দল নিষিদ্ধ হয়েছে, কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়নি। সব পক্ষের বক্তব্য শোনার পর কমিশন তার মনোনয়ন বৈধ রাখার সিদ্ধান্ত দেয়।
লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্ব পালন করেন।