প্রায় ৩ লাখ ৭৫ হাজার বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আগামী সপ্তাহের মধ্যভাগে সেপ্টেম্বরে বেতন-ভাতা পেতে যাচ্ছেন। দুর্গাপূজার ছুটির কারণে অফিস কার্যক্রম বন্ধ থাকায় বেতন প্রদানে বিলম্ব হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেলের একজন কর্মকর্তা জানান, বেতন ইতোমধ্যেই আইবাসে জমা হয়েছে এবং ৬ অথবা ৭ অক্টোবর শিক্ষকদের বেতন-ভাতা প্রদান করা হবে। এর আগে ২৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে বেতন প্রস্তাব পাঠানো হয়। মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ কর্মীর মধ্যে ২ লাখ ৮৯ হাজার ২০০ জন স্কুলে এবং ৮৬ হাজার ১৭৭ জন কলেজে কর্মরত। এ খবরে অপেক্ষমাণ শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।