জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী। তিনি বলেন, মন থেকে খুব টানছিল যে, ওই হাসপাতালে যাই। আমি বেলা ১১টার দিকে গিয়েছি সেখানে। ভেতরে ঢুকা সম্ভব না। কী কারণে আমাকে ঢুকতে দেবে? যাওয়ার পেছনে কারণ একটাই, একটা ফিলিংস কাজ করছিল। জানতাম, আমি ঢুকতে পারব না। তারপরও গিয়েছি। হাসপাতালের বাইরে কিছুক্ষণ ঘুরাঘুরি করে চলে এসেছি। তিনি বলেন, বাসায় এসে টিভির সামনে অপেক্ষা করছিলাম, হঠাৎ দেখলাম ডা. জাহাঙ্গীর কবীর সাহেব টিভি পর্দায় চলে এলেন। যখন তিনি হাসতে হাসতে বসলেন তখনই বুঝে গেলাম, অপারেশন সাকসেসফুল। আফসারী বলেন, ডা. শফিকুর রহমান স্যারের জন্য সবাই দোয়া করছিলেন। শুধু জামায়াতের লোকজন নয় সবাই দোয়া করছিলেন।