পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের গাফেলতির অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সহপাঠীরা অভিযোগ করে বলেন, আইসিইউ বিভাগে বিনা চিকিৎসায় মাইনুদ্দিনকে এক ঘণ্টা ফেলে রাখা হয়। এর পর একজন ডাক্তার এসে তার চিকিৎসা শুরু করেন। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন ভুক্তভোগী। চিকিৎসক শামীম আল আজাদ বলেন, খবর পেয়ে আমি দ্রুত হাসপাতালে চলে এসেছি। কিন্তু দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় রোগীর অবস্থা গুরুতর হয়। তিনি এসে রোগী জীবিত পাননি। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল না।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।