জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পিআর ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। কালো টাকা আর পেশিশক্তি যাদের ভরসা, তারাই পিআর পদ্ধতি চায় না। এ সময় বিএনপি ছাড়া সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আসার ইঙ্গিত দেন। তাহের বলেন, গণতন্ত্র মানে না যারা, তারাই ফ্যাসিবাদের পক্ষপাতী। তিনি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের দাবি জানান। অন্যদিকে, মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই ঘোষণাপত্র জনগণ মানেনি। জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি না দিয়ে যদি নির্বাচন হয়, তাহলে আরেকটি শেখ হাসিনার জন্ম হবে। আরও বলেন, পিআর পদ্ধতির পক্ষে দেশের অধিকাংশ মানুষ মত দিয়েছেন, যা বিভিন্ন জরিপেও উঠে এসেছে। কিছু দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য পিআর পদ্ধতি ও ইভিএম-কে এক করে বক্তব্য দিচ্ছে।