সিগন্যাল চ্যাট ফাঁস হওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে হোয়াইট হাউজ। এক প্রতিবেদনে ইয়েমেনে হামলার পুরো কথোপকথন প্রকাশ করেন ‘আটলান্টিক’-এর প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গ। ডোনাল্ড ট্রাম্প এ প্রতিবেদনকে ‘একটি ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা’ বলে অভিহিত করেন। একই সঙ্গে দ্য আটলান্টিককে একটি ‘ব্যর্থ ম্যাগাজিন’ বলে উল্লেখ করেন। সাংবাদিক গোল্ডবার্গ বলেন, ট্রাম্প প্রশাসন যখন তার বিরুদ্ধে অভিযোগ তোলে যে তিনি মিথ্যা বলছেন, সেখানে কোনো গোপন তথ্য শেয়ার করা হয়নি, তখন তিনি এটি প্রকাশের সিদ্ধান্ত নেন। তবে মার্কিন প্রশাসন সাংবাদিক গোল্ডবার্গকে চ্যাট গ্রুপে ভুলে যোগ করাকে ঘোরতর ভুল হিসেবে দেখছে।