Web Analytics
যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা বন্ডের শর্ত থেকে অব্যাহতি পেতে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, বরং একাধিক দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী, ৩৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনকালে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত দিতে হবে।

তৌহিদ হোসেন বলেন, অভিবাসন ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তালিকাভুক্ত হওয়া দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়। অনিয়মিত অভিবাসন একটি দীর্ঘমেয়াদি নীতিগত সমস্যা বলে তিনি মন্তব্য করেন এবং জানান, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই এ ধরনের অভিবাসনের বিরোধিতা করে আসছে।

যুক্তরাষ্ট্রের ঘোষণায় বলা হয়েছে, নতুনভাবে যুক্ত হওয়া দেশগুলোর জন্য ভিসা বন্ডের শর্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বাংলাদেশ এই সিদ্ধান্ত থেকে অব্যাহতি পেতে কূটনৈতিকভাবে উদ্যোগ নেবে।

Card image

Related Videos

logo
No data found yet!