বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বিপুল সাড়া পড়েছে। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে মোট ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন প্রার্থী আবেদন করেছেন, অর্থাৎ প্রতি পদের জন্য প্রায় ৭৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আবেদন গ্রহণ শেষ হয়েছে ২১ নভেম্বর, আর লিখিত পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদে আবেদন নেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’ প্রণয়ন ও সংশোধন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নতুন বিধিমালায় বিজ্ঞান বিষয়ে প্রার্থীদের অগ্রাধিকার, পদোন্নতি ও সরাসরি নিয়োগের নিয়মে পরিবর্তন এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।