Web Analytics
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদীকে জীবন্ত সত্তা হিসেবে বিবেচনা না করে নির্মিত বহু প্রকল্প পরিবেশের অপূরণীয় ক্ষতি করছে। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘হিন্দুকুশ হিমালয়ায় পানি ও জলবায়ু সহনশীলতা’ বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় নীতি ও প্রতিষ্ঠান থাকলেও বাস্তবায়নের ঘাটতি বড় বাধা। তিনি পানি ন্যায্যতা, নদীর অধিকার, দুর্যোগ ঝুঁকি মোকাবিলা এবং হিমালয় ঘিরে থাকা দেশগুলোর মধ্যে সমান সুফল বণ্টনের ওপর গুরুত্ব দেন। রিজওয়ানা জানান, বাংলাদেশের ৯০ শতাংশ নদী উজান থেকে নেমে আসে, ফলে বন্যা, খরা ও লবণাক্ততা আঞ্চলিক সমস্যায় পরিণত হয়েছে। তিনি জাতিসংঘের পানি কনভেনশনে বাংলাদেশের অংশগ্রহণের কথা উল্লেখ করে তথ্য বিনিময় ও আগাম সতর্কতা ব্যবস্থায় সহযোগিতা জোরদারের আহ্বান জানান। নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি তিনি আস্থা ও পরিবেশবান্ধব জলবিদ্যুৎ সহযোগিতার ওপরও গুরুত্ব আরোপ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!