মেটা ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ফেসবুকের লাইক ও কমেন্ট বাটন আর বাইরের ওয়েবসাইটে কাজ করবে না। অর্থাৎ ব্লগ, নিউজ সাইট বা ই-কমার্স পেজে ব্যবহৃত ফেসবুক প্লাগইনগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। ২০০৯ সালে চালু হওয়া এই ফিচারটি অনলাইন যোগাযোগে বিপ্লব ঘটিয়েছিল, তবে সময়ের সঙ্গে এর ব্যবহার কমে গেছে। মেটার মতে, ডেভেলপার টুলগুলোকে আধুনিক ও সহজ করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কঠোর গোপনীয়তা আইন, ডেটা শেয়ারিং নীতির পরিবর্তন এবং নতুন সোশ্যাল মিডিয়ার উত্থান এর পেছনে ভূমিকা রেখেছে। তবে ফেসবুকের নিজস্ব অ্যাপ ও ওয়েবসাইটে লাইক বাটন আগের মতোই থাকবে। এই পদক্ষেপ মেটার ভবিষ্যৎ উদ্ভাবন ও গোপনীয়তা-কেন্দ্রিক নীতির প্রতিফলন।