বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, আদানির সঙ্গে করা চুক্তিতে যদি কোনো দুর্নীতি বা অনিয়ম প্রমাণিত হয়, সরকার তা বাতিলে দ্বিধা করবে না। রোববার জাতীয় কমিটির সঙ্গে সভার পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুধু কথার ভিত্তিতে নয়, প্রমাণ থাকতে হবে। কমিটির সদস্য অধ্যাপক মোশতাক হোসেন খান বলেন, এগুলো সার্বভৌম চুক্তি হওয়ায় ইচ্ছেমতো বাতিল করা যাবে না এবং আন্তর্জাতিক আদালত থেকে বড় জরিমানা আসতে পারে। তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে, যার প্রভাব দাম বৃদ্ধিতে পড়েছে। অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন জানালেন, ২০১১ থেকে ২০২৪ সালে বিদ্যুৎ উৎপাদন চারগুণ বেড়েছে, কিন্তু অর্থ পরিশোধ বেড়েছে ১১ গুণের বেশি, যা প্রমাণ করে এই বৃদ্ধি কোনো টেকনিক্যাল কারণে হয়নি।