২০১৭ সালের সবশেষ আসরে ভারতকে হারিয়েই শিরোপা জিতে সরফরাজ আহমেদের পাকিস্তান। সেই ট্রফি ধরে রাখার ভিশন সামনে রেখে এবারের আসরে মাঠের লড়াইয়ে নামে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে স্বাগতিকরা। রোববার চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও তেমন সুবিধা করতে পারেনি দলটি। গুটিয়ে গেছে ২৪১ রানে। জবাবে জয়ের লক্ষ্যে ছুটছে ভারত। পাকিস্তান টিমের জয়কে উদ্দেশ্য করে সারাদেশে চলছে দোয়া, পূজা, প্রার্থনা। হিন্দু, মুসলমান, খ্রিষ্টান; সবাই নিজেদের ধর্মীয় রীতিতে পাকিস্তান টিমের জন্য আয়োজন করে দোয়া করছে।