আসন্ন পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের কৃত্রিম সংকট মোকাবিলায় আন্তর্জাতিক উৎস থেকে ৩ কোটি ৭৫ লাখ লিটার এবং স্থানীয়ভাবে এক কোটি লিটার তেল কেনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। ভোজ্যতেল কিনতে ব্যয় হবে ৬৪২ কোটি ৪৫ লাখ টাকা এবং ডাল কিনতে ৭২ কোটি ২০ লাখ টাকা। এসব পণ্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে বিক্রি করা হবে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত আমদানির মধ্যে রয়েছে নাইজেরিয়ার ভিডক ফার্মস অ্যান্ড এক্সপোর্টস লিমিটেড থেকে ২ কোটি লিটার, যুক্তরাষ্ট্রের স্টুয়ার্ট ক্লোবানু গেরহার্ড থেকে ১ কোটি ২৫ লাখ লিটার এবং মালয়েশিয়ার সি মিলেনিয়াম ট্রেড এসডিএন বিহাড থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল। স্থানীয়ভাবে এক কোটি লিটার রাইস ব্রান তেল কেনা হবে তিনটি দেশীয় প্রতিষ্ঠান থেকে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব তেল সরকার নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে কম দামে এবং ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হবে, ফলে কোনো ভর্তুকির প্রয়োজন হবে না। সরকারের এই পদক্ষেপ রমজান মাসে বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়ক হবে।