বাংলাদেশ সচিবালয়ে ৬ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর বুধবার রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ প্রদানের দাবিতে দুপুর ২টার পর থেকে তাকে অবরুদ্ধ করে রাখেন।
অবরুদ্ধ অবস্থায় বিক্ষোভকারীরা উপদেষ্টার কক্ষের সামনে স্লোগান দেন এবং সরকারের আশ্বাসে সন্তুষ্ট না হয়ে অবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৮টার কিছু আগে পুলিশের একটি বিশেষ ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এবং উত্তেজনার মধ্যেই উপদেষ্টাকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সচিবালয় থেকে বের করে আনা হয়।
ঘটনাটি সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৈষম্য ও প্রশাসনিক বিলম্ব নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষের ইঙ্গিত দেয়। সরকার প্রতিশ্রুত প্রজ্ঞাপন জারি করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।