প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, অক্টোবরের মধ্যে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হবে। রোববার শেখ হাসিনার বিরুদ্ধে তিনজন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। ৬ষ্ট সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে গুলি লাগা আব্দুস সামাদ, ৭ম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মিজান ও ৮ম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন খুলনার নাঈম শিকদার নামে এক শিক্ষার্থী। এদিনও ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামী থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই মামলা ছাড়াও, আজ রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ার আরও ৩ মামলায় ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় আবেদনে এসব মামলার তদন্ত রিপোর্ট দাখিল পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল।