চট্টগ্রামের ফটিকছড়িতে শনিবার রাতে নির্জন সড়কে গুলিতে জামাল উদ্দিন (৩৮) নামে এক যুবক নিহত হন। পুলিশ জানায়, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে, কারণ স্থানটি জনবসতি থেকে দূরে এবং সেখানে কোনো সিসিটিভি ছিল না। রাত ৭টা ১০ মিনিটে হত্যাকাণ্ড ঘটে, কিন্তু পুলিশ খবর পায় ৭টা ৪১ মিনিটে। এর মধ্যেই নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পলাতক সন্ত্রাসী নুরুল আজিম রনি রাত ৭টা ৪০ মিনিটে ফেসবুকে হত্যার খবর পোস্ট করেন, যা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।
পুলিশ এখন খতিয়ে দেখছে রনি কীভাবে এত দ্রুত খবর পেলেন। তদন্তকারীরা মনে করছেন, হয় ঘটনাস্থলে থাকা কারও সঙ্গে তার যোগাযোগ ছিল, নয়তো তিনি এমন একটি নেটওয়ার্কের অংশ, যেখানে সহিংস ঘটনার তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। রনির ফোনকল, মেসেঞ্জার ও অন্যান্য ডিজিটাল তথ্য সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তার পোস্টে উল্লেখিত ‘৫ আগস্টের পর কর্মকাণ্ডের অভিযোগ’ সম্পর্কেও যাচাই চলছে।
এলাকাবাসীর মতে, জামাল উদ্দিন অতীতে জামায়াত–শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন, তবে সাম্প্রতিক সময়ে সক্রিয় ছিলেন কি না তা নিয়ে মতভেদ রয়েছে। পুলিশ রাজনৈতিক, ব্যক্তিগত ও ব্যবসায়িক সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছে।