আন্দোলন সংগ্রাম ঠেকানোর দায়িত্বকালে পুলিশ সদস্যদের বডি ক্যামেরার ব্যবহার চান ডিসিরা। পাশাপাশি পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রস্তাব দিয়েছেন। তিন দিনব্যাপী ডিসি সম্মেলনে তিন শতাধিক প্রস্তাব উত্থাপন করা হবে। আজ নিজ কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, অন্যান্য বছরের তুলনায় গত বছরের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার কম। কারণ বর্তমান সরকার বিগত সরকারের মত ব্যক্তি বিশেষের নামে অযথা উচ্চাভিলাসী প্রকল্প বাস্তবায়ন সমীচিন মনে করে না। জানানো হয়েছে, গত বছর ৩৮১ সিদ্ধান্ত হয়েছে, বাস্তবায়ন হয়েছে ১৭৭টি সিদ্ধান্ত।