৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সুরক্ষার জন্য সরকার দেশজুড়ে ২২ দিনের জন্য কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। এ সময় শুধু ইলিশ নয়, সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ থাকবে। কুয়াকাটা, মহিপুর ও আলীপুরের জেলেরা ট্রলার নিরাপদে রেখে মেরামতের প্রস্তুতি নিয়েছেন। প্রতিটি নিবন্ধিত জেলেকে দেওয়া হবে ২৫ কেজি ভিজিএফ চাল। নিষেধাজ্ঞা কার্যকরে প্রতিদিন অভিযান চালাবে মৎস্য বিভাগ, প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিতে ৩৪ হাজারেরও বেশি জেলে কর্মহীন হয়ে পড়বেন। মেঘনার ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে এবং কঠোর নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হবে।