জাতীয় নাগরিক পার্টি (দক্ষিণাঞ্চল) এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন যে তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আসন্ন সংসদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমনকি যদি মাত্র দশ ভোটও পান। শুক্রবার রাজামেহার গ্রামে নির্বাচনী পদযাত্রার সময় উঠান বৈঠকে তিনি বলেন, জোটের রাজনীতিতে না গিয়ে দলীয় আদর্শে অবিচল থেকে জনগণের আস্থা অর্জনই তার লক্ষ্য। তিনি দাবি করেন, দেবিদ্বারের শিক্ষিত তরুণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার পাশে রয়েছে।
হাসনাত নারীদের শতভাগ শিক্ষার নিশ্চয়তা, কর্মমুখী প্রশিক্ষণ এবং স্বনির্ভরতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি আলেম ওলামাদের জন্য ক্ষুদ্র ঋণভিত্তিক ব্যবসা উদ্যোগের পরিকল্পনা এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও মনিটরিং সার্ভিস চালুর ঘোষণা দেন। প্রবাসী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য আরবি, চাইনিজ ও জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথাও উল্লেখ করেন।
তিনি রান্নার গ্যাস সরবরাহ নিয়ে মিথ্যা প্রতিশ্রুতির সমালোচনা করে বলেন, সরকার গ্যাস থেকে লাভবান নয়, বরং তা সার ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করছে। তার এই বক্তব্য স্থানীয় রাজনীতিতে স্বাধীন অবস্থান ও সামাজিক সংস্কারমুখী রাজনীতির ইঙ্গিত দেয়।