আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, একটি দল পায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে চায়। তারা জামায়াতে ইসলামীকে উসকিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। আমরা ফাঁদে পা দেব না। তবে আমরা শুধু নির্বাচন চাই না। আগে সংস্কার, জুলাই শহীদের বিচার, যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাদের পিতাদের শহীদ করেছে ওই সব বিচারকদের বিচার হতে হবে, তারপরে নির্বাচন। মাসুদ সাঈদী বলেন, আমরা আমাদের স্বজন হারানোর কারণে বিচলিত হইনি, আমরা ভয়ও পাইনি। আমরা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে মিথ্যাবাদীদের জবাব দিতে চাই। সাঈদীর রুহের জন্য দোয়া অনুষ্ঠানে পিরোজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে মেডিকেল টিম হত্যা করেছে। আল্লামার সেদিনের শেষ হাসি আজও পৃথিবীবাসী ভুলতে পারেনি। তার হাসপাতালের সিটে বসে অসহায়ের মতো চেয়ে থাকা দেখে মনে হচ্ছিল যেন তিনি বুঝতে পারছিলেন তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু তিনি ছিলেন অসহায়। এদিকে মতিউর রহমান নিজামীর সন্তান নাজিব মোমেন বলেন, আপনারা সৌভাগ্যবান, আপনাদের মাঝে শহীদ সাঈদী শুয়ে আছেন।