বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে মহিউদ্দিন রনিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ নিয়ে ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগ যাচাই করে দেখা হচ্ছে। আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগে ১২ জনের নামে এবং অজ্ঞাত ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলায় বলা হয়, অভিযুক্তরা চাপাতি, লোহার রড, এসএস পাইপ, হকিস্টিক, লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা করে। এতে অনেক হতাহত হয়। এর মধ্যে মহিউদ্দিন রনি লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে পরিচ্ছন্নকর্মী রফিকুল পাটোয়ারীর মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। উল্লেখ্য, রনির নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন চলছে।