বিচারকের ছেলে হত্যার মামলায় পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়ার ভিকটিম ব্লেমিং বক্তব্য মিডিয়ায় প্রচার হওয়ায় তা অপসারণ, দায়ী পুলিশদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত এবং বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল) সোমবার বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মনজুর আলমের বেঞ্চে রিটটি দাখিল করেন। রিটে স্বরাষ্ট্র, আইন ও তথ্য সচিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। গত ১৩ নভেম্বর রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় তার স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমানকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে লিমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হেফাজতে তার ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়ায় বিচার বিভাগ ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ইতিমধ্যে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী সপ্তাহে রিটের শুনানি হতে পারে।