রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দীন আম্মার জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের শিল্পী লিংকন আর্টসেল ও ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা করেছেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘জুলাই-৩৬ মুক্তির উৎসব’-এ অংশ নেওয়ার জন্য তারা ১৯ জুলাই চুক্তিবদ্ধ হন এবং ৫ লাখ ২৫ হাজার টাকা অগ্রিম নেন। কিন্তু অনুষ্ঠান শুরুর পাঁচ ঘণ্টা আগে ফেসবুকে পোস্ট দিয়ে তারা জানায় যে অংশ নেবেন না। এতে আয়োজক ও শিক্ষার্থীদের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তেজগাঁও থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।