Web Analytics
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদি আওয়ামী ফ্যাসিস্টদের গুলিতে আহত হয়ে হাসপাতালে লড়াই করছেন। তারা মসজিদ-মাদ্রাসাসহ সারাদেশে তার আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

হেফাজত আরও অভিযোগ করে যে, রাজনৈতিক বিরোধীদের স্তব্ধ করতে সহিংসতা চালানো হচ্ছে। তারা অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানায় এবং আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে।

Card image

Related Videos

logo
No data found yet!