কিশোরগঞ্জসহ দেশের আট জেলার হাওর অঞ্চলে জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবিত ১,২৬৮ কোটি ৮০ লাখ টাকার একটি প্রকল্প স্থগিত করেছে বাংলাদেশ সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রস্তাবিত এই প্রকল্পটি ২১ অক্টোবর একনেক বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কিন্তু বৈঠকে পরিবেশ ও বনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আপত্তি জানান, কারণ হাওরে অবকাঠামো নির্মাণ পরিবেশের মারাত্মক ক্ষতি করতে পারে। তাঁর আপত্তির পর প্রকল্পটি বর্তমান অবস্থায় অনুমোদন না দিয়ে স্থগিত করা হয় এবং অবকাঠামো অংশ বাদ দিয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের নির্দেশ দেওয়া হয়। প্রকল্পটির অর্থায়নে সরকারি তহবিল, ইফাদের ঋণ ও ডানিডার অনুদান থাকার কথা ছিল। পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নকেন্দ্রিক নতুন প্রস্তাব পরে পুনরায় জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।